Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব এর যৌথ উদ্যোগে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সুবিধাবঞ্চিত বিপুল জনগোষ্ঠীকে বর্তমান তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা ও নিজেদের দক্ষতাকে দেশে-বিদেশে কাজে লাগানোর লক্ষ্যে IsDB-BISEW নিজস্ব অর্থায়নে কর্মমূখী শিক্ষা ও প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প প্রনয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।
IsDB-BISEW IT Scholarship Program কি?
এটি একটি শিক্ষা প্রকল্প এবং এই কর্মসূচির লক্ষ্য হল উচ্চমানের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক এবং পেশাদার স্তরের আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মেধাবী মুসলিম যুবকদের কর্মসংস্থান বাড়ানো। IsDB-BISEW IT Scholarship Program ২০০৩ সাল থেকে বাংলাদেশের মুসলমান শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১-বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন IT Professional তৈরী করছে, যাদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি পেশায় কর্মরত আছে। এ পর্যন্ত ১৪,৮১১ জন সফল ভাবে IT Professional হয়ে দেশ এবং বিদেশে ২,৮০৫ টিরও বেশি সংস্থায় কর্মরত রয়েছে।
কারা Scholarship এর জন্য আবেদন করতে পারবে?
স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল এবং ৪-বছর মেয়াদী ডিপ্লোমাইন-ইঞ্জিনিয়ারিং (শুধুমাত্র কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরা আবেদন করতে পারবে ।
ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার, আইনজীবী ও চাকরিরত প্রার্থীদের জন্য এই Scholarship প্রযোজ্য নয়।
আবেদনকারীর বয়স সীমা কত ?
সর্বোচ্চ ৩০ বছর।
এ Scholarship এর আওতায় কি আর্থিক সুবিধা থাকবে?
এ প্রকল্পের আওতায় জনপ্রতি প্রশিক্ষণ খরচ ২ লক্ষ টাকা ব্যয় হয়, যা সম্পূর্ণ ভাবে IsDB-BISEW বহন করে । তন্মধ্যে, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বই এবং ভেন্ডর সার্টিফিকেশন অন্তর্ভূক্ত ।
IsDB-BISEW IT Scholarship এ আবেদনের জন্য কি কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি দক্ষতার প্রয়োজন?
IT Professional Diploma কোর্স করার জন্য কম্পিউটার বিষয়ক পূর্বধারণা থাকা আবশ্যক নয়। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে ।
কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে?
মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে?
মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কোথায় দেয়া হবে?
ঢাকা, চট্টগ্রাম মহানগরীতে মনোনীত ট্রেনিং সেন্টারসমূহে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ কোন সময় হবে?
প্রশিক্ষণের সময় সকাল ৯.০০ থেকে বেলা ১.০০ অথবা বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০। সপ্তাহে ৬ দিন ক্লাস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোন সহযোগিতা করা হয় কি?
প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় । এ লক্ষ্যে IsDB-BISEW এর Placement Cell সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
IsDB-BISEW IT Scholarship Program সম্পর্কে বিস্তারিত তথ্য আর কোথায় পাওয়া যাবে?