Round- 64

Deadline: 31 October 2024
FAQ (Frequently asked question)
প্রয়োজনীয় কতিপয় প্রশ্নের উত্তর


  1. IsDB-BISEW কি?
    • Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশের সুবিধাবঞ্চিত বিপুল জনগোষ্ঠীকে বর্তমান তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা ও নিজেদের দক্ষতাকে দেশে-বিদেশে কাজে লাগানোর লক্ষ্যে ২০০৩ সাল থেকে নিজস্ব অর্থায়নে কর্মমূখী শিক্ষা ও প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প প্রনয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।
  2. IsDB-BISEW IT Scholarship Programme কি?
    • এটি একটি শিক্ষা প্রকল্প এবং এই কর্মসূচির লক্ষ্য হল উচ্চমানের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক এবং পেশাদার স্তরের আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মেধাবী মুসলিম যুব সমাজের কর্মসংস্থান বাড়ানো। IsDB-BISEW IT Scholarship Programme বাংলাদেশের মুসলমান শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন IT Professional তৈরী করে আসছে, যাদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি পেশায় কর্মরত আছে। এ পর্যন্ত ১৬,৬৫৬ জন সফল ভাবে IT Professional হয়ে দেশ এবং বিদেশে ৩০০০ টিরও বেশি সংস্থায় কর্মরত রয়েছে।
  3. কারা Scholarship এর জন্য আবেদন করতে পারবে?
    • স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল এবং ৪-বছর মেয়াদী ডিপ্লোমাইন-ইঞ্জিনিয়ারিং (শুধুমাত্র কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরা আবেদন করতে পারবে ।
    • ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার, আইনজীবী ও চাকরিরত প্রার্থীদের জন্য এই Scholarship প্রযোজ্য নয়।
  4. IT Scholarship Programme এর কোর্স সুমহের সময়সীমা কত ?
    • IT Scholarship Programme এর কোর্স সুমহের সময়সীমা সর্বোচ্চ সাড়ে আট মাস।
  5. পূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত Trainee নতুন করে আবেদন করতে পারবে?
    • পূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত Trainee নতুন করে আবেদন করতে পারবে না।
  6. আবেদনকারীর বয়স সীমা কত ?
    • চলমান রাউন্ডের শেষ তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে |
  7. IT Scholarship এর আওতায় কি আর্থিক সুবিধা প্রদান করা হয়?
    • এ প্রকল্পের আওতায় জনপ্রতি প্রশিক্ষণ খরচ লক্ষ টাকা ব্যয় হয়, যা সম্পূর্ণ ভাবে IsDB-BISEW বহন করে ।
  8. IT Scholarship এ আবেদনের জন্য কি কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি দক্ষতার প্রয়োজন?
    • IT Scholarship এ আবেদনের জন্য কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি বিষয়ক পূর্বধারণা থাকা আবশ্যক নয়।
  9. কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে?
    • লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
  10. লিখিত ও মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ধরন কি?
    • লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং MCQ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয় |
  11. প্রশিক্ষণ কোথায় দেয়া হবে?
    • ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে IsDB-BISEW কর্তৃক মনোনীত ট্রেনিং সেন্টারসমূহে প্রশিক্ষণ দেয়া হবে।
  12. প্রশিক্ষণ কোন সময় হবে?
    • প্রশিক্ষণের সময় সকাল ৯.০০ থেকে বেলা ১.০০ অথবা বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০। সপ্তাহে দিন ক্লাস অনুষ্ঠিত হয়।
  13. প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোন সহযোগিতা করা হয় কি?
    • প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় । এ লক্ষ্যে IsDB-BISEW এর Placement Cell সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
  14. IsDB-BISEW IT Scholarship Program সম্পর্কে বিস্তারিত তথ্য আর কোথায় পাওয়া যাবে?
    • বিস্তারিত তথ্য www.isdb-bisew.org এ পাওয়া যাবে।
    • Whatsapp +8801719007107