IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে ৷ বর্তমানে এই প্রোগ্রামটি তার ঊনবিংশ বছরে পদার্পণ করেছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম যুবকদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৪,৮১১ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ২,৮০৫ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে ।
গুরুত্বপূর্ণঃপূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত Trainee নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না |
ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় করানো হয় |